বিশ্বকাপ

ছবিতে বিশ্বকাপ: নিউ জিল্যান্ড-বাংলাদেশ

Byস্পোর্টস ডেস্ক
দলকে ভালো শুরু এনে দিয়ে ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য সরকার।
দলকে ভালো শুরু এনে দিয়ে ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য সরকার।
লকি ফার্গুসনের শর্ট বলে টাইমিংয়ে গড়বড় করে আউট হন তামিম ইকবাল।
সাকিব আল হাসানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান মুশফিকুর রহিম।
দারুণ ব্যাটিংয়ে ইনিংসের একমাত্র ফিফটি তুলে নেন সাকিব আল হাসান।
ফিফটির পর উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন দেশের সেরা অলরাউন্ডার।
ইনিংস খুব বড় করতে পারেননি মোহাম্মদ মিঠুন।
শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টায় ফেরেন মাহমুদুল্লাহ।
মেহেদী হাসান মিরাজের বিদায়ে দ্রুত রান তোলা আরও কঠিন হয়ে ওঠে।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে আড়াইশ রানের কাছে নিয়ে যাওয়া সাইফ উদ্দিনের আউটে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
ঝড়ো শুরু করা মার্টিন গাপটিলকে ফেরান সাকিব আল হাসান।
অন্য ওপেনার কলিন মানরোকেও প্যাভিলিয়নের পথ দেখান সাকিব।
রস টেইলরের সঙ্গে শত রানের জুটি গড়া কেন উইলিয়ামসনকে তুলে নিয়ে দলকে ম্যাচে ফেরান মেহেদী হাসান মিরাজ।
বিপজ্জনক রস টেইলরকে আউট করে ম্যাচ জমিয়ে তোলেন মোসাদ্দেক হোসেন।
জিমি নিশামকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করে নিউ জিল্যান্ডকে আরও চাপে ফেলে দেন মোসাদ্দেক।
শেষ দিকে কার্যকর ইনিংসে নিউ জিল্যান্ডকে জয় এনে দেন মিচেল স্যান্টনার।
SCROLL FOR NEXT