ক্রিকেট

চোটের কাছে হার মেনে হ্যারিসের অবসর

Byস্পোর্টস ডেস্ক

হ্যারিসের বদলে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন প্যাট কামিন্স।
 
হাঁটুর চোটের কারণে গত বুধবার এসেক্সের বিপক্ষে শুরু হওয়া চার দিনের প্রস্তুতি ম্যাচ থেকে হ্যারিসকে সরিয়ে নেওয়া হয়। ওই সময়ই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামী বুধবার শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ডান-হাতি এই বোলারের খেলা নিশ্চিত নয়।
 
পরে দুই ধাপে হ্যারিসের চোট আক্রান্ত হাঁটুর স্ক্যান করে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ইংল্যান্ডের মাটিতে এবারের অ্যাশেজ সিরিজে খেলার কোনো সম্ভাবনা নেই তার। মূলত এই খবর পেয়েই অবসরের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন ৩৫ বছর বয়সী হ্যারিস।     
 
“(এই সিরিজে খেলতে না পারার) খবর আমি গতকাল পাই, আর সেটা নিয়ে পরিবারের সঙ্গে আলাপ করে আমি বুঝতে পারি ক্রিকেট থেকে সরে যাওয়ার এটাই সঠিক সময়।”
 
হ্যারিসের হঠাৎ অবসরের সিদ্ধান্ত অনেকটা চমক হয়ে এলেও তার নিজের তেমন কোনো আপশোস নেই। বরং দেশের হয়ে দারুণ একটা ক্যারিয়ার কাটাতে পেরে গর্বিত ২৭ টেস্টে ১১৩ উইকেট নেওয়া এই ক্রিকেটার।
 
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা হ্যারিস ২১ ওয়ানডে খেলে ৪৪ এবং ৩টি টি-টোয়েন্টি খেলে ৪টি উইকেট নিয়েছেন।

SCROLL FOR NEXT