ক্রিকেট

বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসায় ম্যাচ সেরা কোয়েটজার

Byস্পোর্টস ডেস্ক

নেলসনের স্যাক্সটন ওভালে বৃহস্পতিবার স্কটল্যান্ডের দেওয়া ৩১৯ রানের লক্ষ্যে চার উইকেট হারিয়ে পৌঁছে যায় বাংলাদেশ। আর এ ম্যাচে ১৭টি চার ও চারটি ছক্কায় ১৫৬ রানের ইনিংস খেলেন কোয়েটজার।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানদের দারুণ ব্যাটিংয়ের প্রশংসা করেন কোয়েটজার।

“কিছু রান আউটের সুযোগ ছিল; কিন্তু তারা (বাংলাদেশ) শেষে ভালো ব্যাটিং করেছে।”

বিশ্বকাপে ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জেতা বাংলাদেশের সৌম্য সরকারই (২) কেবল আলো ছড়াতে পারেননি। জশ ডেভির বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৯৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তামিম।

মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব আল হাসান অর্ধশতকের ইনিংস উপহার দেন। সাকিবের (৫২) মতো অপরাজিত থেকে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিতে অসাধারণ ভূমিকা রাখেন সাব্বির রহমান (৪২*)। কোয়েটজারও মানলেন, তামিম-সাকিবদের ওপর সে অর্থে চাপই সৃষ্টি করতে পারেননি তারা।

“যেভাবে আমরা ম্যাচটার শেষ চেয়েছিলাম, সেভাবে হয়নি। আমরা আসলে শেষ দিকে তাদের (বাংলাদেশের) ওপর পর্যাপ্ত চাপ তৈরি করতে পারিনি।”

তামিমদের আটকে রাখতে না পারার মাশুল স্কটল্যান্ড গুনেছে ছয় উইকেটের হারে। তাই ম্যাচ সেরা ইনিংসটি নিয়ে আনন্দ থাকলেও দলের হতাশাটাই বেশি অনুভব করছেন কোয়েটজার।

“কিছু রান পাওয়া চমৎকার কিন্তু দিন শেষে ফল দিয়েই সব শেষ হয়; তো এটা হতাশাজনক। এ কঠিন হারটা মেনে নেওয়া কষ্টকর।”

SCROLL FOR NEXT