ক্রিকেট

পরিসংখ্যানে বাংলাদেশ ও স্কটল্যান্ড ম্যাচ

Byস্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার ভোর চারটায় নেলসনে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটির আগে দেখে নেয়া যাক তাদের আরও কিছু পরিসংখ্যান।

* ২০০৬ সালে ঢাকায় স্কটল্যান্ডের বিপক্ষে ১৪৬ রানে জিতেছিল বাংলাদেশ যা রানের হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়।

* ২০০৬ সালের ওই ম্যাচে বাংলাদেশের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। 

* বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে নেতৃত্ব দিলেই প্রেস্টন মমসেন স্কটল্যান্ডকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়া অধিনায়ক হবেন। এখন পর্যন্ত ১৬ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সমান ম্যাচে স্কটিশদের অধিনায়কত্ব করেছেন গর্ডন ড্রামন্ড ও রায়ান ওয়াটসন।      

* বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক ছুঁতে তামিম ইকবালের আর ১০ রান প্রয়োজন। স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৩৭তম ইনিংস খেলবেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। এর আগে সাকিব আল হাসান এই মাইলফলকে পৌঁছান।

মুখোমুখি:

 

বাংলাদেশ

স্কটল্যান্ড

ম্যাচ

জয়

হার

টাই

পরিত্যক্ত

জয়%

১০০.০

০.০

বিশ্বকাপে মুখোমুখি:

 

বাংলাদেশ

স্কটল্যান্ড

ম্যাচ

জয়

হার

টাই

পরিত্যক্ত

জয়%

১০০.০

০.০

SCROLL FOR NEXT