ক্রিকেট

বিশ্বকাপের সর্বোচ্চ রানের রেকর্ড অস্ট্রেলিয়ার

Byস্পোর্টস ডেস্ক

পার্থের ওয়াকায় বুধবার আফগানিস্তানের বিপক্ষে ছয় ‍উইকেটে ৪১৭ রান তোলে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটি ছিল ভারতের। ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বারমুডার বিপক্ষে পোর্ট অব স্পেনের ম্যাচে ৫ উইকেটে ৪১৩ রান তুলেছিল ভারত।

রেকর্ড দলীয় সংগ্রহ গড়তে ওয়ার্নার ১৭৮, স্টিভেন স্মিথ ৯৫ ও ম্যাক্সওয়েল ৮৮ রান করেন।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আগের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০০৭ সারের বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে ছয় উইকেটে ৩৭৭ রান তুলেছিল তারা।

SCROLL FOR NEXT