ক্রিকেট

৩১৩ রান করেও হারল পাকিস্তান

Byস্পোর্টস ডেস্ক

রোববার লিংকনে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে ৩১৩ রান করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১০৭ রান করেন অধিনায়ক মিসবাহ-উল-হক। ১১৯ বলের ইনিংসটি ১০টি চার ও একটি ছয়ে সাজান তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান আসে উমর আকমলের ব্যাট থেকে। ৫৯ বলের ইনিংসটিতে ১০টি চার মারেন তিনি।

মিসবাহর শতকটি ম্লান হয়ে যায় নিউ জিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের হেনরি নিকোলস ও টিম সেইফার্টের দুটি শতকে।

এই দুজনের শতকে ৪ উইকেট হারিয়ে ৪৯.২ ওভারে ৩১৭ রান করে নিউ জিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ।

নিকোলস ১১৩ বলে ১৪টি চারের সাহায্যে ১০৪ রান করেন। ৮৯ বলে ১১৫ রান করে অপরাজিত ছিলেন সেইফার্ট।

পাকিস্তানের এহসান আদিল ৮১ রান দিয়ে ২ উইকেট নেন। সোহেল খান নেন একটি উইকেট।

SCROLL FOR NEXT