ক্রিকেট

বিশ্ব রেকর্ড গড়লেন রনকি ও এলিয়ট

Byস্পোর্টস ডেস্ক

শুক্রবার ডানেডিনে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ২৬৭ রান তোলেন রনকি ও এলিয়ট।

এর আগে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রান ছিল ২১৮। ২০০৭ সালের ১০ জুন চেন্নাইয়ে আফ্রিকা একাদশের বিপক্ষে এই রান করেছিলেন এশিয়া একাদশের ভারতীয় ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে মিলে।

ধোনি ও জয়াবর্ধনে ভেঙেছিলেন জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবু ও স্টুয়ার্ট মাটসিকেনিয়েরির রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৯ সালে বেনোনিতে ষষ্ঠ উইকেটে তখনকার রেকর্ড ১৮৮ রান তুলেও দলকে জেতাতে পারেননি তারা।

টাইবু সেই ম্যাচে ১০৩ রান করে অপরাজিত ছিলেন, আর মাটসিকেনিয়েরি করেছিলেন ৮৬ রান।

ধোনি ও জয়াবর্ধনের রেকর্ড জুটিতে অবশ্য আফ্রিকা একাদশের বিপক্ষে ম্যাচটি ১৩ রানে জিতেছিল এশিয়া একাদশ। জয়াবর্ধনে সেই ম্যাচে ১০৭ রান করেন, আর ১৩৯ রান করে অপরাজিত ছিলেন ধোনি।

রনকি ও এলিয়টের জুটিতে নিউ জিল্যান্ড শ্রীলঙ্কাকে হারায় ১০৮ রানের বড় ব্যবধানে। রনকি ৯৯ বলে ১৭০ রান করে অপরাজিত ছিলেন। আর এলিয়ট করেন অপরাজিত ১০৪ রান।

বিশাল এই জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল নিউ জিল্যান্ড। সিরিজের ষষ্ঠ ম্যাচটি হবে আগামী রোববার ডানেডিনে।

SCROLL FOR NEXT