ক্রিকেট

উইন্ডিজকে লজ্জায় ডোবালো দক্ষিণ আফ্রিকা

Byস্পোর্টস ডেস্ক

সুপারস্পোর্ট পার্কে শনিবার ২ উইকেটে ৭৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ১৩১ রানেই অলআউট হয়ে যায়। এদিন মাত্র ১৫.৩ ওভার ব্যাট করতে পারে তারা।

ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ৭টি উইকেট হারায় মাত্র ৪৪ রানের মধ্যে। চোটের কারণে ব্যাট করতেই নামেননি ফাস্ট বোলার কেমার রোচ। ৩৪ রান দিয়ে ৬ উইকেট নিয়ে সফরকারীদের দ্বিতীয় ইনিংস গুঁড়িয়ে করে দেন পেসার স্টেইন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন লিওন জনসন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন মরনে মরকেল। আর ভারনন ফিল্যান্ডার একটি উইকেট নেন ৬ রান খরচায়।

ম্যাচ সেরার পুরস্কার পান দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে দ্বিশতক করা অধিনায়ক হাশিম আমলা।

পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার।



সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১৪০.৩ ওভারে ৫৫২/৩ ইনিংস ঘোষণা (আমলা ২০৮, ডি ভিলিয়ার্স ১৫২, ফান সিল ১০১*; রোচ ২/৫২, বেন ২/১৪৮)।

ওয়েস্ট ইন্ডিজ: ২০১ (ব্র্যাথওয়েইট ৩৪, স্মিথ ৩৫, জনসন ৩১, স্যামুয়েলস ৩৩; ফিল্যান্ডার ৪/২৯, মরকেল ৩/৫৫) ও ১৩১ (ব্র্যাথওয়েইট ২০, জনসন ৩৯, স্যামুয়েলস ১৭; স্টেইন ৬/৩৪, মরকেল ২/৪৩, ফিল্যান্ডার ১/৬)।

ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২২০ রানে জয়ী।

ম্যাচ সেরা: হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে।

SCROLL FOR NEXT