ক্রিকেট

উইন্ডিজকে ফলোঅনে ফেলে জয়ের পথে দ. আফ্রিকা

Byস্পোর্টস ডেস্ক

শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম ইনিংসে ৬০ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান তুলতে পারে তারা।

ওয়েস্ট ইন্ডিজের অপরাজিত দুই ব্যাটসম্যান লিওন জনসন (৩৩) ও মারলন স্যামুয়েলস (১৩) শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

অধিনায়ক হাশিম আমলার দ্বিশতক ও এবি ডি ভিলিয়ার্স ও স্টিয়ান ফান সিলের শতকে আগের দিন প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫৫২ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে এক বলও খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় দিনের শুরুটা ভালো করেছিল তারা। ক্রেইগ ব্র্যাথওয়েট-ডেভন স্মিথের উদ্বোধনী জুটিতে ৭২ রান উঠলে মোটামুটি শক্ত ভিত পায় তারা।

ইনিংসের ২২তম ওভারের চতুর্থ বলে এবি ডি ভিলিয়ার্সকে স্মিথ ক্যাচ দিলে ভাঙে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। ভারনন ফিল্যান্ডারের পরের বলে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ব্রাথওয়েট আউট হলে বিপদে পড়ে যায় অতিথিরা।

ওয়েস্ট ইন্ডিজের সাত ব্যাটসম্যান প্রথম ইনিংসে দুই অঙ্কের রান তুললেও কেউ অর্ধ শতক করতে পারেননি। ৩৫ রান করা স্মিথ সফরকারী দলের প্রথম ইনিংসের সর্বোচ্চ রান তোলা ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার ফিল্যান্ডার ৪টি, মরনে মরকেল ৩টি করে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন ফেলতে বড় ভূমিকা রাখেন।

৩৫১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা আরো বাজে হয়। স্কোরবোর্ডে ৫২ রান তুলতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় তারা। ৫ রান করে বিদায় নেন স্মিথ। ২০ রান করার পর মরকেলের বলে পিটারসেনকে ক্যাচ দেন ব্রাথওয়েট।

SCROLL FOR NEXT