ক্রিকেট

উইলিয়ামসনের শতকে নিউ জিল্যান্ডের জয়

Byস্পোর্টস ডেস্ক

নিউ জিল্যান্ডের এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা এসেছে।

বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯৯ রান করে নিউ জিল্যান্ড।

ডিন ব্রাউনলির সঙ্গে মার্টিন গাপটিলের ৮১ রানের উদ্বোধনী জুটি নিউ জিল্যান্ডকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে ৪৪ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন গাপটিল (৫৮)।

এরপর রস টেইলরের সঙ্গে ৬৩, কোরি অ্যান্ডারসনের সঙ্গে ৩৯ ও টম ল্যাথামের সঙ্গে ৭২ রানের তিনটি জুটি উপহার দিয়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন উইলিয়ামসন।

শেষ বলে আউট হওয়ার আগে ১২৩ রান করেন উইলিয়ামসন। তার ১০৫ বলের অধিনায়কোচিত ইনিংসটি ১২টি চারে গড়া। এটি তার চতুর্থ শতক।

পাকিস্তানের মোহাম্মদ ইরফান ২ উইকেট নেন ৫৩ রানে।

জবাবে ৮ উইকেটে ২৯২ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।

প্রথম ওভারেই উইকেট হারানো পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। ২২তম ওভারে চতুর্থ উইকেট হারানোর সময় তাদের সংগ্রহ ছিল ৮২ রান।

এরপর উমর আকমলের সঙ্গে ৯০, শহীদ আফ্রিদির সঙ্গে ৬৬ রানের দুটি জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ে ফিরিয়েছিলেন ইউনুস।

কিন্তু দ্রুত রান তোলার চাপে আফ্রিদি, ইউনুস ও সরফরাজের বিদায়ে আর শেষ রক্ষা হয়নি পাকিস্তানের।

৭৪ ইনিংস পর শতক পাওয়া ইউনুস ১১৭ বলে খেলেন ১০৩ রানের চমৎকার এক ইনিংস। তার সপ্তম শতকটি সাজানো ৪টি চার ও ২টি ছক্কায়।

জয়ের জন্য শেষ ওভারে ১৬ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। কিন্তু সেই ওভারে ৮ রানের বেশি নিতে পারেননি সোহেল তানভির ও আনোয়ার আলি।

৫৩ রানে ৩ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা বোলার ড্যানিয়েল ভেটোরি।

শুক্রবার একই মাঠে হবে পঞ্চম ও শেষ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ২৯৯/৫ (গাপটিল ৫৮, ব্রাউনলি ৪২, উইলিয়ামসন ১২৩, টেইলর ২৬, অ্যান্ডারসন ২৩, ল্যাথাম ১৪*; ইরফান ২/৫৩, আফ্রিদি ১/৪৬, আনোয়ার ১/৫০, তানভির ১/৭৫)

পাকিস্তান: ৫০ ওভারে ২৯২/৮ (জামশেদ ৩০, শেহজাদ ০, ইউনুস ১০৩, হাফিজ ৩, হারিস ১৩, আকমল ২৯, আফ্রিদি ৪৯, সরফরাজ ১৮, তানভির ১১*, আনোয়ার ২০*; ভেটোরি ৩/৫৩, মিলনে ১/৩৯, অ্যান্ডারসন ১/৪০, হেনরি ১/৬৮, ম্যাকক্লেনাগান ১/৬৯)

SCROLL FOR NEXT