ক্রিকেট

'ঝগড়া'র শাস্তি কোহলি, ধাওয়ান আর ওয়ার্নারের

Byস্পোর্টস ডেস্ক

ধাওয়ানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ওয়ার্নারের। ভারতের পেসার বরুন অ্যারনের বলে স্টাম্প উড়ে গিয়েছিল ওয়ার্নারের। তবে বলটি 'নো' থাকায় ওয়ার্নারকে ফিরিয়ে আনেন আম্পায়ার।

আবার ব্যাটিং শুরু করার আগে অ্যারনকে উদ্দেশ করে ওয়ার্নার বেশ কয়েকবার 'আসো' বলেন। বিষয়টি রাগিয়ে দেয় ধাওয়ানকে। এরপরই শুরু হয় ওয়ার্নার-ধাওয়ানের ঝগড়া।

মহন্দ্রে সিং ধোনির অনুপস্থিতিতে এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেয়া কোহলির সঙ্গে স্টিভেন স্মিথের কথা কাটাকাটি হয় রোহিত শর্মাকে নিয়ে। স্মিথের বিরুদ্ধে রোহিতের একটি এলবিডব্লিউর আবেদন আম্পায়ার নাকচ করে দেন। এটি নিয়েই স্মিথের সঙ্গে কোহলির ঝগড়া লাগে।

কোহলিকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়। ধাওয়ানকেও তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা দিতে হবে। তবে ওয়ার্নারের শাস্তিটা একটু কম, তাকে জরিমানা দিতে হবে ম্যাচ ফির ১৫ শতাংশ।

স্মিথের কোনো দোষ খুঁজে পাননি ম্যাচ রেফারি জেফ ক্রো।

অ্যাডিলেইডে পঞ্চম দিনে গড়ানো নাটকীয় ম্যাচটিতে ভারতকে ৪৮ রানে হারায় স্বাগতিক অস্ট্রেলিয়া।

SCROLL FOR NEXT