ক্রিকেট

জিম্বাবুয়ে টেস্টে অপরিবর্তিত দ. আফ্রিকা দল

Byস্পোর্টস ডেস্ক

গ্রায়েম স্মিথের অবসরের পর নতুন অধিনায়ক হাশিম আমলার অধীনে প্রথম সিরিজেই ১-০ ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকা। এতে তিন মাস পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছে দেশটি।

৯ অগাস্ট হারারেতে টেস্ট শুরু হবে। জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের একটি দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া, জিম্বাবুয়েকে নিয়ে একটি তিনজাতি সিরিজেও খেলবে তারা।

আগামী সপ্তাহে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা। সেখানে বেশ কয়েকজন খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারে দলটি।

২০০১ সালে জিম্বাবুয়েতে সর্বশেষ টেস্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকা।

দল: হাশিম আমলা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, কাইল আবোট, কুইনটন ডি কক, জেপি ডুমিনি, ফাফ দু প্লেসি, ডিন এলগার, ইমরান তাহির, মরনে মরকেল, ওয়েইন পারনেল, আলভিরো পিটারসেন, ভারনন ফিল্যান্ডার, ডেন পিট, স্টিয়ান ফন সিল।

SCROLL FOR NEXT