ক্রিকেট

গাজার সমর্থনে ব্যান্ড পরতে মইনকে মানা

Byস্পোর্টস ডেস্ক

সোমবার সাউদ্যাম্পটনে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন হাতে ‘সেভ গাজা’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যান্ড পরেছিলেন মইন। ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করছেন তিনি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের মইনের প্রতি সমর্থন ছিল।

কিন্তু আইসিসির নীতিমালা অনুযায়ী রাজনৈতিক, ধর্মীয় ও সাম্প্রদায়িক বার্তাও ব্যান্ড পরার মাধ্যমে দেয়া যায় না।

তবে নীতিমালা ভঙ্গ করলেও কোনোরকম শাস্তি পেতে হচ্ছে না মইনকে।

ভবিষ্যতে কখনও আন্তর্জাতিক ম্যাচে এরকম ব্যান্ড না পরতে মইনকে সতর্ক করে দিয়ে মঙ্গলবার আইসিসি এক বিবৃতিতে জানায়, এরকম বিষয়ে নিজস্ব মত জানাতে তার কোনো বাধা নেই; তবে অবশ্যই তা ক্রিকেট মাঠের বাইরে।

SCROLL FOR NEXT