ক্রিকেট

ফরহাদ ও সানজামুলের রেকর্ড জুটি

Byস্পোর্টস ডেস্ক

ফরহাদ ও সানজামুল করেন ৩৪৭ রান, যা বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ।

প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম উইকেটে এটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ১৯৫৪-৫৫ সালে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ই অ্যাটকিনসন ও সিসি ডেপেইজা।

এই উইকেট জুটিতে সর্বোচ্চ ৪৬০ রান ভুপিন্দর সিং জুনি ও পি ধারমানির। ১৯৯৪-৯৫ মৌসুমে দিল্লির বিপক্ষে ৪৬০ রান করেছিলেন পাঞ্জাবের এই দুই ব্যাটসম্যান।

শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রাজশাহীর। মাত্র ৭৭ রানে অধিনায়ক মুশফিকুর রহিমসহ প্রথম ছয় ব্যাটসম্যানের বিদায়ে মধ্যাহ্ন-বিরতির আগেই ভীষণ বিপদে পড়ে রাজশাহী। বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে আসে ৮ রান।

মুশফিকের বিদায়ের পর ফরহাদ-সানজামুলের বিশাল জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় রাজশাহী।

৩৭৫ বল স্থায়ী জুটি ভাঙার কৃতিত্ব আলী আকবরের। তার বলে স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার আগে ১৭২ রান করেন সানজামুল। তার ১৯৬ বলের ইনিংসে ছিল ২২টি চার ও ২টি ছক্কা।

১৮২ রানে অপরাজিত আছেন ফরহাদ রেজা। তার ২০৯ বলের ইনিংসটি ২৬টি চার ও ৫টি ছক্বায় সাজানো।

চট্টগ্রামের পক্ষে মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন ও আকবর দুটি করে উইকেট নেন।

SCROLL FOR NEXT