ক্রিকেট

আকমলকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ থেকে মুক্ত মনসুর

Byস্পোর্টস ডেস্ক

আইসিসির দুর্নীতি দমন বিভাগের সিনিয়র ম্যানেজার স্টিভেন রিচার্ডসন রোববার এক চিঠির মাধ্যমে ৬৪ বছর বয়সী মনসুরকে এ কথা জানান। তবে নতুন করে কোনো প্রমাণ পাওয়া গেলে ফের তদন্ত শুরু করবে আইসিসি।

২০১৯ সালে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মনসুর স্পট-ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ আনেন আকমল। ওই টুর্নামেন্টে উইনিপেগ হকসের প্রতিনিধিত্ব করেন পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলা এই কিপার-ব্যাটসম্যান।

টুর্নামেন্টটির একটি ফ্র্যাঞ্চাইজির সদস্য ছিলেন ১৯৮০-৯০ সালে পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট ও ৪১ ওয়ানডে খেলা মনসুর। অভিযোগ ওঠার পর আত্মগোপনে ছিলেন মনসুর, এমন খবরও এসেছিল। তার জন‍্য স্বস্তি হয়ে এলো এই সিদ্ধান্ত।

করোনাভাইরাসের প্রকোপে ২০১৯ সালে উদ্বোধনী আসরের পর আর মাঠে গড়ায়নি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিটি।

SCROLL FOR NEXT