ক্রিকেট

গিফেনের ১২৭ বছর পর কামিন্স

Byস্পোর্টস ডেস্ক

অ্যাশেজের শুরুর দিনেই ব্রিজবেনে বুধবার ৩৮ রানে ৫ উইকেট নেন কামিন্স। নেতৃত্বের প্রথম দিনটি স্মরণীয় করে রাখেন দারুণ পারফরম্যান্সে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ৫ উইকেট নেওয়ার কীর্তি আগে ছিল স্রেফ একজনেরই। মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার জর্জ গিফেন সেটি করতে পেরেছিলেন সেই ১৮৯৪ সালের ডিসেম্বরে। অ্যাশেজের মেলবোর্ন টেস্টে তিনি ৬ উইকেট নিয়েছিলেন ১৫৫ রানে।

অ্যাশেজে অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ ৫ উইকেট নেওয়া অধিনায়ক ছিলেন রিচি বেনো। ১৯৬২ সালে এই ব্রিজবেনেই ১১৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন লেগ স্পিনিং অলরাউন্ডার বেনো।

দুই দল মিলিয়েই অ্যাশেজে সবশেষ কোনো অধিনায়কের ৫ উইকেট ছিল ১৯৮২ সালে। সেটিও ব্রিজবেনেই! ইংলিশ পেসার বব উইলিস ৫ উইকেট নিয়েছিলেন ৬৬ রানে।

অস্ট্রেলিয়ার অধিনায়কদের মধ্যে টেস্টে ৫ উইকেট নেওয়ার স্বাদ পেয়েছেন সবমিলিয়ে আর ৭ জন। বেনো একাই নিয়েছেন ৯ বার, গিফেন ৩ বার। একবার করে নিয়েছেন হিউ ট্রাম্বল, মন্টি নোবল, ইয়ান জনসন ও মাইকেল ক্লার্ক।

কামিন্সের সঙ্গে স্টার্ক ও জশ হেইজেলউডদের দারুণ বোলিংয়ে টস জিতে বোলিংয়ে নামা ইংল্যান্ড গুটিয়ে যায় ১৪৭ রানেই।

SCROLL FOR NEXT