ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজে আটকে গেলেন মিসবাহ

Byস্পোর্টস ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার এক বিবৃতিতে জানায়, ওয়েস্ট ইন্ডিজ ছাড়ার আগে দুই দফায় করানো পিসিআর টেস্টে মিসবাহর কোভিড-১৯ পজিটিভ ফল এসেছে। আর এদিনই দলের বাকিরা ফিরে যাচ্ছেন দেশে।

মিসবাহ যেতে পারছেন না তাদের সঙ্গে। তাকে আপাতত থাকতে হবে ১০ দিনের আইসোলেশনে। দলের আর কারও পরীক্ষার ফল পজিটিভ আসেনি।

“পিসিবি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সাথে যোগাযোগ করছে, যারা নিশ্চিত করেছে মিসবাহকে ১০ দিনের কোয়ারেন্টিনের জন্য অন্য একটি হোটেলে স্থানান্তরিত করা হবে। আর তার স্বাস্থ্য এবং সুস্থতার দেখাশোনা করার জন্য একজন মেডিকেল বিশেষজ্ঞ নিয়োগ করা হবে।”

শেষ বেলার এই আটকে পড়া ছাড়া সফরটি খারাপ কাটেনি মিসবাহর। ক্যারিবিয়ানদের বিপক্ষে দল জিতেছে টি-টোয়েন্টি সিরিজে। শেষ ম্যাচ জিতে ড্র করেছে টেস্ট সিরিজ।

SCROLL FOR NEXT