ক্রিকেট

টি-টোয়েন্টিতে বুমরাহর সবচেয়ে খরুচে বোলিং

Byস্পোর্টস ডেস্ক

চেন্নাইয়ের বিপক্ষে শনিবারের ৪ ওভারে ৫৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন বুমরাহ। টি-টোয়েন্টিতে তার আগের সবচেয়ে খরুচে বোলিং ছিল আইপিএলেই। ২০১৫ সালে ডেকান চার্জাসের বিপক্ষে ৫৫ রান দিয়ে পেয়েছিলেন একটি উইকেট।

দিল্লিতে বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই মইন আলির ব্যাটে ছক্কা হজম করেন মুম্বাই ইন্ডিয়ান্সের বুমরাহ। 

পরের দুই ওভারে এই পেসারের ওপর দিয়ে যেন ঝড় বয়ে যায়। একাদশ ওভারে তাকে পরপর দুই ছক্কার পর একটি চার মারেন ফাফ দু ফ্লেসি। ১৭ রানের সেই ওভারে বুমরাহ পান মইনের উইকেট।

মুম্বাইয়ের বোলিংয়ের সবচেয়ে বড় অস্ত্র নিজের পরের ওভারে ছিলেন আরও খরুচে।

রবীন্দ্র জাদেজা ও আম্বাতি রায়ডু মিলে দুই চার ও এক ছক্কায় নেন ২১ রান। ১৯তম ওভারে বোলিংয়ে এসে ১০ রান দেন বুমরাহ।

ব্যাটিং সহায়ক উইকেটে এক পাশের ছোট বাউন্ডারির সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছেন রায়ডু। ২৭ বলে সাত ছক্কা ও চারটি চারে খেলেন অপরাজিত ৭২ রানের খুনে এক ইনিংস।

এর আগে দু প্লেসি ৫০ ও মইন ৫৮ রানের দুটি বিস্ফোরক ইনিংস খেলেন। তিন ফিফটির সৌজন্যে চেন্নাই ৪ উইকেটে করে ২১৮ রান।

SCROLL FOR NEXT