ক্রিকেট

করোনাভাইরাসের প্রভাবে চুক্তি হারালেন লায়ন

Byস্পোর্টস ডেস্ক

গত নভেম্বরে ২০২০ কাউন্টি মৌসুমের জন্য হ্যাম্পশায়ারের সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে চুক্তি করেছিলেন লায়ন। তাকে টুর্নামেন্টের বড় একটি অংশে পাওয়ার আশা করছিল দলটি।

কিন্তু কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবের কারণে আগামী ২৮ মে পর্যন্ত সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম বন্ধ রেখেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। স্থগিতাদেশের সময়সীমা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাতে জেগেছে টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ার শঙ্কা।

বাস্তবতা বিবেচনায় দুই পক্ষের সমঝোতায় বাতিল হয়েছে চুক্তি। পরিস্থিতি বিবেচনায় ক্লাবের সঙ্গে একমত হওয়ায় লায়নকে ধন্যবাদ জানিয়েছেন হ্যাম্পশায়ারের ক্রিকেট পরিচালক জাইলস হোয়াইট।

অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি বোলারের সঙ্গে আগামী মৌসুমে চুক্তি করতে আগ্রহী হ্যাম্পশায়ার।

এর আগে ২০১৭ সালে উস্টারশায়ারের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন এই অফ স্পিনার।

কাউন্টি মৌসুম ঠিক সময়ে শুরু না হওয়ায় এবং টুর্নামেন্ট হওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় সব দলকেই বড় ধরনের আর্থিক সঙ্কটে পড়তে হবে নিশ্চিতভাবে। বেশির ভাগ বিদেশি ক্রিকেটারের ভাগ্য তাই ঝুলে আছে।

ইতোমধ্যে কাউন্টি চুক্তি বাতিল হয়েছে আরেক অস্ট্রেলিয়ান মাইকেল নিসারের। এই পেসারের চুক্তি হয়েছিল সারের সঙ্গে। ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারার সঙ্গে চুক্তি বাতিল করেছে গ্লস্টারশায়ার।

SCROLL FOR NEXT