ক্রিকেট

শ্রীলঙ্কা সফরে হাত মেলাবেন না রুটরা

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ এবং ফ্লু জাতীয় অসুস্থতায় ভুগেছে ইংল্যান্ড দল। শ্রীলঙ্কা সফরে হাত মেলানোর পরিবর্তে ‘ফিস্ট বাম্পস’ (হাত মুষ্টিবদ্ধ করে অন্যের মুষ্টিবদ্ধ হাত আলতো ঠুকে দেওয়া) করবেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট।

“দক্ষিণ আফ্রিকায় স্কোয়াডে অসুস্থতা ছড়িয়ে পড়ার পর ন্যূনতম যোগাযোগ রাখার গুরুত্ব সম্পর্কে আমরা ভালোমতোই অবহিত।”

“আমরা নিয়মিত হাত ধুচ্ছি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল টিসু দিয়ে হাতের তালু মুছে নিচ্ছি এবং সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য আমাদের যে জেল দেওয়া হয়েছে, তা ব্যবহার করছি।”

‘পরিকল্পনা অনুযায়ী সফর চলবে বলে ভীষণ আশাবাদী’ রুট আরও জানান দল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ‘কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী’ চলবে।

এই সফরে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। আগামী ১৯ মার্চ গলে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে ইংলিশরা।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে বেশ কিছু ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে গেছে।

SCROLL FOR NEXT