ক্রিকেট

তিন ‘সেঞ্চুরিতে’ অনন্য টেইলর

Byস্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে শুক্রবার ওয়েলিংটন টেস্টের একাদশে জায়গা পেয়েই এই কীর্তি গড়েছেন টেইলর। কদিন আগে ভারতের বিপক্ষে সিরিজেই টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। ওয়ানডে খেলেছেন এখনও পর্যন্ত ২৩১টি।

স্মরণীয় এই উপলক্ষ্যের গর্ব ভালোভাবেই ছুঁয়ে গেছে টেইলরকে। মাঠে এসেছিলেন দুই সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে।

টেইলর ছাড়া টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলতে পেরেছেন আর কেবল ২ জন, রোহিত শর্মা ও শোয়েব মালিক। এই দুজনই ওয়ানডে খেলেছেন দুইশর বেশি। তবে টেস্ট ম্যাচের সংখ্যায় তারা অনেক পেছনে। ৩৫ টেস্ট খেলে শেষ হয়েছে মালিকের ক্যারিয়ার। রোহিত এখনও পর্যন্ত খেলেছেন ৩২ টেস্ট। সম্প্রতি তার টেস্ট ক্যারিয়ার পুনরুজ্জীবিত হয়েছে দারুণভাবে। তবে বয়স বিবেচনায় (৩২ বছর) তার একশ টেস্ট খেলা অনেক দূরের পথ।

SCROLL FOR NEXT