ক্রিকেট

রুবেলকে খেলানোর ব্যাখ্যা বোলিং কোচের

Byক্রীড়া প্রতিবেদক

রাওয়ালপিন্ডি টেস্টের আগে এই সংস্করণে ২৬ ম্যাচে রুবেল নিয়েছেন মাত্র ৩৩ উইকেট। স্ট্রাইক রেট ১২৩.২, গড় ভীষণ বাজে; ৮০.৩৩।

তবুও তাকে ফেরানো হয় দলে। আরেক পেসার আল-আমিন হোসেনকে টপকে সুযোগ পেয়ে যান একাদশে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শনিবার ১৭ ওভারে ৭৭ রান দিয়ে রুবেল উইকেটশূন্য।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রুবেলকে খেলানোর কারণ ব্যাখ্যা করলেন বাংলাদেশের নতুন বোলিং কোচ গিবসন।

“এই ছেলেদের আমি প্রথমবার দেখছি। আমি বোঝার চেষ্টা করছি, তারা কী করতে পারে। রুবেলের রেকর্ড কী বলছে, আমি জানি না।”

“এটা আমার প্রথম সিরিজ, এখনও অনেক কাজ করার আছে। আমাদের গতিময় বোলারের প্রয়োজন, রুবেলকে এই কারণে নেওয়া।”

একটু খরুচে বোলিং করলেও রুবেল পেতে পারতেন উইকেট। সেঞ্চুরিয়ান শান মাসুদ ব্যক্তিগত ৮৬ রানে রুবেলের স্টাম্পের বেশ বাইরের বল তাড়ায় কিপারকে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু সফরকারীদের কেউ বুঝতেই পারেননি, করেননি আবেদনও।

গিবসন মনে করেন, রুবেল বোলিং খারাপ করেননি।

“প্রথম স্পেলে সে তেমন ভালো করতে পারেনি। পরের দুই স্পেলে ভালো করেছে। দ্বিতীয় সেশনে খুব ভালো বোলিং করেছে। উইকেটও পেতে পারত। বল মাসুদের ব্যাটের কানা ছুঁয়েছিল। কিন্তু কেউ আবেদন করেনি। এমন ফ্ল্যাট উইকেটে তার দ্বিতীয় স্পেলটা যদি দেখেন, সে খুব ভালো বোলিং করেছে।”

SCROLL FOR NEXT