ক্রিকেট

বাংলাদেশে আসার আগে জিম্বাবুয়ের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

Byস্পোর্টস ডেস্ক

চলতি মাসে লঙ্কানদের বিপক্ষে হতে যাওয়া সিরিজের বিষয়টি বুধবার জানায় জিম্বাবুয়ে ক্রিকেট। ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশ সফরে শেষ টেস্ট খেলেছিল তারা।

এই সিরিজ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে অলরাউন্ডার শন উইলিয়ামসের। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পর অবসরে যান লম্বা সময় দলকে নেতৃত্ব দেওয়া হ্যামিল্টন মাসাকাদজা।

মঙ্গলবার টেস্ট অধিনায়ক হিসেবে উইলিয়ামসের নাম ঘোষণা করা হয়। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অস্থায়ীভাবে নেতৃত্ব পেয়েছেন চামু চিবাবা।

১৯ জানুয়ারি শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। পরের ম্যাচ শুরু ২৭ জানুয়ারি। দুটি ম্যাচই হবে হারারেতে।

একটি টেস্ট খেলতে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।

SCROLL FOR NEXT