ক্রিকেট

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা দলে কিগান পিটারসেন

Byস্পোর্টস ডেস্ক

মারক্রামের বিকল্প হিসেবে রোববার পিটারসেনকে দলে নেওয়ার কথা জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার ফিল্ডিংয়ের সময় বাম হাতের অনামিকায় আঘাত পান মারক্রাম। প্রাথমিক চিকিৎসা নিয়ে অবশ্য খেলা চালিয়ে যান তিনি। পরে এক্স-রেতে চিড় ধরা পড়ে। আগামী সপ্তাহের শুরুতে তার হাতে অস্ত্রোপচার করা হবে। তাই চার ম্যাচের সিরিজে আর খেলতে পারবেন না ডানহাতি ব্যাটসম্যান।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করার পুরস্কার পেলেন পেটারসন। ১৪৯টি প্রথম শ্রেণির ম্যাচে ১৫ সেঞ্চুরিতে ৫ হাজার ৪৯০ রান এই ২৬ বছর বয়সী ব্যাটসম্যানের।

দলে সুযোগ পেলেও অভিষেকের সম্ভাবনা কম পিটারসেনের। টেম্বা বাভুমার চোটে সেঞ্চুরিয়নে অভিষেক হওয়া রাসি ফন ডার ডাসেন দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন ফিফটি। কেপ টাউনে দ্বিতীয় টেস্টের আগেই সেরে ওঠার কথা বাভুমার। এছাড়া আগে থেকেই দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা আরেক ওপেনার পিটার মালান।

নিউল্যান্ডসে শুক্রবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

SCROLL FOR NEXT