ক্রিকেট

প্রথম দিনেই হাল ছেড়ে দিল বাংলাদেশ!

Byক্রীড়া প্রতিবেদক

হলকার স্টেডিয়ামে প্রথম দিন ১৫০ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ১ উইকেটে ৮৬ রানে দিন শেষ করেছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপে পথচলার শুরুর ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা টিকে আছে? অধিনায়কের উত্তরে নেই কোনো আশাবাদ।

“আমরা অনেক পিছিয়ে গেছি। প্রথম ইনিংসে দেড়শ রানে গুটিয়ে গেছি। এত কম রানে আউট হওয়ার পর বাস্তবিক অর্থে যদি চিন্তা করেন, খুব কঠিন। ওরা ১ উইকেটে প্রায় ৯০ (৮৬) রান করেছে। ভবিষ্যতের কথা বললে আমরা অনেক পিছিয়ে আছি।”

ভারতের পেসারদের সামলাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের সংগ্রাম দেখে মনে হয়েছে প্রস্তুতিতে বেশ ঘাটতি রয়ে গেছে। তবে অধিনায়ক মনে করেন, প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। ভুগিয়েছে মানসিক দৃঢ়তার অভাব।

“আমার মনে হয়, প্রস্তুতি ভালোই ছিল। আমি শেষ পাঁচ মাসে নয়টার মতো চার দিনের ম্যাচ খেলেছি। এর চেয়ে ভালো প্রস্তুতি হতে পারে না। হয়তো এইরকম বোলারের বিপক্ষে খেলিনি। এ ধরনের বোলারদের মোকাবেলা করতে মানসিকভাবে তৈরি হতে হবে।”

“আন্তর্জাতিক ক্রিকেট শুধু টেকনিক আর ট্যাকটিকস দিয়ে হয় না। প্রস্তুতির আশি শতাংশই মানসিক। যারা মানসিকভাবে বেশি দৃঢ় হতে পারবে তারা ভালো করবে। যাদের বিপক্ষে খেলছি তারা মানসিকভাবে অনেক বেশি দৃঢ়।”

SCROLL FOR NEXT