ক্রিকেট

নেপালের 'মুক্তির' পরদিন অধিনায়ক খাড়কার পদত্যাগ

Byস্পোর্টস ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মঙ্গলবার দায়িত্ব থেকে পদত্যাগের কথা জানান ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার। অবশ্য সিদ্ধান্তের পেছনে কোনো কারণের কথা জানাননি তিনি।
 
এ বছরের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ে নেতৃত্ব দেন খাড়কা। সিরিজের শেষ ম্যাচে দেশের পক্ষে ওয়ানডে প্রথম সেঞ্চুরির দেখাও পান ডানহাতি এই ব্যাটসম্যান। গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টিতেও তুলে নেন নেপালের হয়ে প্রথম সেঞ্চুরি।
 
দেশের হয়ে ৬টি ওয়ানডে খেলে ৩৯.১৬ গড়ে ২৩৫ রান করার পাশাপাশি ৯টি উইকেটও নিয়েছেন খাড়কা। টি-টোয়েন্টিতে ২৭ ম্যাচে ৩০.৬৯ গড়ে ৭০৬ রান করার পাশাপাশি নিয়েছেন ৫টি উইকেট।
 
বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে না পারায় ২০১৬ সালে নেপালকে বহিস্কার করেছিল আইসিসি। এই মাসের শুরুতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপালের নির্বাচনের পরই আইসিসি সদস্যপদ ফিরে পাবার দ্বার উন্মুক্ত হয় নেপালের সামনে।

SCROLL FOR NEXT