ক্রিকেট

বার্বাডোজ ট্রাইডেন্টসে যোগ দিলেন সাকিব

Byক্রীড়া প্রতিবেদক

এই টুর্নামেন্টে এর আগে ২০১৩, ২০১৬ ও ২০১৭ আসরে খেলেছিলেন সাকিব। প্রথমবার খেলেছিলেন বার্বাডোজের হয়ে। পরের দুই আসরে খেলেন জ্যামাইকা তালাওয়াহসের হয়ে।

তিন আসরে মোট ২৪ ম্যাচ খেলে ২৪৩ রান করেন সাকিব, বল হাতে নেন ২৫ উইকেট। টুর্নামেন্টের ইতিহাসে সেরা বোলিং রেকর্ডও তার দখলে, ২০১৩ সালে বার্বাডোজের হয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন।

বার্বাডোজ কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে সাকিবের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। জুন-জুলাইয়ে হওয়া বিশ্বকাপে আট ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করা ও ১১ উইকেট নেওয়া সাকিব দলের জন্য বড় এক সম্পদ হবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করেছে দলটি।

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে খেলতে বর্তমানে জাতীয় দলের সঙ্গে আছে সাকিব। প্রাথমিক পর্বে চার ম্যাচে ৯৬ রান করার পাশাপাশি চার উইকেট নিয়েছেন তিনি।

ছয় ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছে বার্বাডোজ।

SCROLL FOR NEXT