ক্রিকেট

১১ ধাপ এগোলেন মুমিনুল, ৬ ধাপ তাইজুল

Byক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ান ছিলেন মুমিনুল। ম্যাচের প্রথম ইনিংসে করেছিলেন ১২০ রান। ১১ ধাপ এগিয়ে উঠেছেন তিনি ২৪তম স্থানে। সেখানে যৌথ অবস্থানে তার সঙ্গী ভারতের লোকেশ রাহুল। এটি অবশ্য মুমিনুলের ক্যারিয়ার সেরা অবস্থান নয়। ২০১৪ সালের নভেম্বরে উঠেছিলেন ১৮তম স্থানে।

এই টেস্টে বড় রান করতে না পারায় তিন ধাপ পিছিয়ে মুশফিকুর রহিম নেমেছেন একুশে, চার ধাপ পিছিয়ে সাকিব আল হাসান নেমেছেন আটাশে।

ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬টিসহ তাইজুল নিয়েছেন ম্যাচে ৭ উইকেট। ক্যারিয়ারের সর্বোচ্চ ৬৫২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি উঠেছেন ক্যারিয়ার সেরা ২১তম স্থানে। একই টেস্টে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে সাকিব উঠেছেন বিশে। দুই ইনিংসে তিন উইকেট নিয়ে মেহেদী হাসান মিরাজ পিছিয়েছেন দুই ধাপ, নেমে গেছেন ত্রিশে।

ব্যাটিংয়ের শীর্ষে পরিবর্তন না এলেও বোলিংয়ের শীর্ষে এসেছে বদল। জেমস অ্যান্ডারসন নেমে গেছেন দুইয়ে, আবার এক নম্বরে উঠেছেন কাগিসো রাবাদা। দুবাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৪ উইকেট নিয়ে পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ ৯ ধাপ এগিয়ে উঠেছেন দশে।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন সাকিব, দুইয়ে রবীন্দ্র জাদেজা। এক ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন বেন স্টোকস।

SCROLL FOR NEXT