ক্রিকেট

টি-টোয়েন্টি দলে সাকিব

Byক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে সাকিবকে দলে নেওয়ার কথা জানায়।

শুক্রবার শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

এর আগে দলকে অনুপ্রাণিত করতে টুর্নামেন্টের শুরুতে শ্রীলঙ্কা গিয়েছিলেন সাকিব। এরপর চোট পাওয়া আঙুলের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে কলম্বো থেকে যান অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কার বিপক্ষেই ঢাকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে চোট পান সাকিব। খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে। চোট থেকে সেরে না উঠলেও শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে শুরুতে রাখা হয়েছিল তাকে। পরে বিসিবি জানায় টুনামেন্টে খেলা হবে না সাকিবের। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবার ফেরানো হলো অধিনায়ককে।

টি-টোয়েন্টির বাংলাদেশ দল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস।

SCROLL FOR NEXT