ক্রিকেট

‘উইকেটে স্পিন ধরেছে, কাল আরও বেশি টার্ন করবে’

Byক্রীড়া প্রতিবেদক

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন দুই ফিঙ্গার স্পিনার রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা খুব একটা টার্ন পাননি। দ্বিতীয় দিন শুরু থেকে একটু বেশি টার্ন পান তারা। উইকেটে এদিন বল একটু গ্রিপ করে, বাউন্সও ছিল অসমান। মুমিনুল মনে করেন, তৃতীয় দিন থেকে দাপট দেখাতে পারেন স্পিনাররা।

“কালকের চেয়ে আজকে প্রথম দিকে উইকেট কঠিন ছিল না। কিন্তু শেষ দিকে টার্ন করা শুরু করছে। উইকেটে স্পিন ধরেছে। আমার মনে হয়, কালকে টার্ন আরও বাড়বে। এসব উইকেটে যত দিন যায় তত বেশি ফাটল বাড়ে, স্পিনও তত বেশি ধরে।”

“এখন একটু স্পিন হচ্ছে। শেষ স্পেলে তাইজুল (ইসলাম) ভালো করেছে। (সানজামুল ইসলাম) নয়ন ভাইও ভালো বোলিং করছে। আমার মনে হয়, কালকে বেশি স্পিন ধরবে।”

প্রথম ইনিংসে ৫১৩ রান করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৮৭ রান। অতিথিরা এখনও পিছিয়ে ৩২৬ রানে।

SCROLL FOR NEXT