ক্রিকেট

প্রথম সেশনে তিন-চার উইকেট চায় বাংলাদেশ

Byক্রীড়া প্রতিবেদক

প্রথম ইনিংসে বাংলাদেশের ৫১৩ রান তাড়ায় শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে এরপরই দারুণ জুটি গড়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও কুসল মেন্ডিস। দিন শেষে দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ১৮৭। ধনঞ্জয়া ব্যাট করছেন ১০৪ রানে, ৮৩ রানে মেন্ডিস।

শ্রীলঙ্কা পিছিয়ে এখনও ৩২৬ রানে। তবে ৯ উইকেট হাতে এবং ক্রিজে থিতু দুজন ব্যাটসম্যানকে নিয়ে সেই ব্যবধান ঘোচানো খুব দুরূহ মনে হচ্ছে না। বাংলাদেশ দলও সেটা জানে। তাই তৃতীয় দিন সকালে বাংলাদেশের ভাবনায় দ্রুত উইকেট নেওয়া। দলের চাওয়া উঠে এলো ১৭৬ রানের ইনিংস খেলা মুমিনুল হকের কণ্ঠে।

“প্রথম ইনিংসে লিড নেওয়া জরুরি। সবার কাছেই এটা মনে হবে। কাল প্রথম সেশনে তিন-চার উইকেট বের করতে পারলেই লিড নেওয়া যাবে। বোলাররা ভালো জায়গায় বল করতে পারলেই সেটা সম্ভব। সেই বিশ্বাস আমার আছে।”

SCROLL FOR NEXT