ক্রিকেট

রূপগঞ্জকে জেতালেন মুশফিক-নাঈম

Byক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৬৮ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপি চার নম্বর মাঠে রূপগঞ্জের ৩০৫ রান তাড়ায় শেখ জামাল করতে পারে ২৩৭।

এবারের লিগে এটিই প্রথম তিনশ রানের স্কোর। মুশফিকের রহিমের দল লিগ শুরু করল টানা দুই জয়ে। দুটিতেই জয়ের নায়ক স্বয়ং অধিনায়ক।

আগের ম্যাচে মুশফিক অপরাজিত ছিলেন ৭৫ রানে। এবার করলেন ১৩৪!

সকালে ম্যাচের তিন ওভারের মধ্যে রূপগঞ্জের দুই ওপেনারকে তুলে নেন শাহাদাত হোসেন। ১৩ রানে ২ উইকেট হারানো দলকে এগিয়ে নেন নাঈম ও মুশফিক।

মুশফিক উইকেটে যাওয়ার পর থেকে দারুণ সব শটে সরিয়ে দেন চাপ। ক্রমে দুজনের জুটি এগিয়ে যায় একশ হয়ে দেড়শ, দুশ ছাড়িয়ে!

তিন ওভার শেষে এক হওয়া দুজন আলাদা হন ৪২ ওভারে গিয়ে। তৃতীয় উইকেটের দুজনের জুটির রান ততক্ষণে ২২৫!

১১৫ বলে সেঞ্চুরি স্পর্শ করেছিলেন মুশফিক। লিস্ট ‘এ’ ক্রিকেটে অষ্টম সেঞ্চুরিতে শেষ পর্যন্ত করেছেন ১৩৪ বলে ১৩৪।

নাঈম ফিরেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরির পরপরই। ১১৮ বলে করেছেন ১০৩।

শেষ দিকে দু্ই ছক্কায় মাশরাফি বিন মুর্তজার ১৭ ও ভারতীয় অলরাউন্ডার জলজ সাক্সেনার ১৫ বলে ২৩ রানে রূপগঞ্জ ছাড়ায় তিনশ।

বড় রান তাড়ায় প্রয়োজন ছিল বড় ইনিংস ও বড় জুটি। শেখ জামাল পারেনি দুটির কোনোটিই। তাদের বড় ভরসা ইমরুল কায়েসকে ৭ রানেই বোল্ড করেন অফ স্পিনার মাহমুদুল হাসান।

মাহবুবুল করিম (৩৪ বলে ৩৬) ও ফজলে রাব্বি দ্রুত রান তোলার চেষ্টা করেছেন। কিন্তু লম্বা সময় টিকতে পারেননি। চারে নামা জিয়াউর রহমান নিজের মতো করেই ৩৮ বলে করেছেন ৪২। তবে দলের প্রয়োজন ছিল আরও বড় কিছু।

পরের ব্যাটসম্যানরাও রান পেয়েছেন টুকটাক। কিন্তু প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর পর খেলতে পারেনি কোনো ব্যাটসম্যান। রুপগঞ্জ তাই জিতেছে সহজেই।

সেঞ্চুরির পর দুটি উইকেটও নিয়েছেন নাঈম। তবে অসাধারণ ইনিংসটায় ম্যাচ সেরা মুশফিকই। দুই ম্যাচে দ্বিতীয়বার!

সংক্ষিপ্ত স্কোর:

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ৩০৫/৫ (সায়েম ৫, হাসানুজ্জামান ০, নাঈম ১০৩, মুশফিক ১৩৪, মাশরাফি ১৭, সাক্সেনা ২৩*, শরীফ ১৫*; শাহাদাত ২/৫২, জিয়াউর ০/১৯, রাজ্জাক ২/৬৩, ইলিয়াস সানি ১/৬৩, গাজি ০/৫৮, তানভির ০/৩৪, ফজলে রাব্বি ০/১৪)।

শেখ জামাল: ৪৬.২ ওভারে ২৩৭ (ইমরুল ৭, মাহবুবুল ৩৬, ফজলে রাব্বি ৩৩, জিয়াউর ৪২, নুরুল ১৯, তানবীর ১৭, রাসেল ২০, গাজি ২৪, রাজ্জাক ১১, সানি ১৭, শাহাদাত ০*; শরীফ ২/৩১, মাহমুদুল ১/১৮, মাশরাফি ১/৫০, সাক্সেনা ০/১৫, মোশাররফ ২/৫৬, আসিফ ২/৪, নাঈম ২/২১)।

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬৮ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মুশফিকুর রহিম

SCROLL FOR NEXT