ক্রিকেট

স্পিন হান্টে ১৮ লেগ স্পিনার, ৫ চায়নাম্যান

Byক্রীড়া প্রতিবেদক

চূড়ান্ত পর্বে ৫ দিনের আবাসিক ক্যাম্প হচ্ছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ৫০ জন ছেলে, ৫ জন মেয়ে ও ৫ জন ভিন্নভাবে সক্ষম স্পিনার থাকছেন চূড়ান্ত পর্বের আবাসিক ক্যাম্পে।

এই আয়োজনের স্পিন বিশেষজ্ঞ ও ঘরোয়া ক্রিকেটের শ্রদ্ধেয় কোচ ওয়াহিদুল গণি বুধবার বিসিবিতে সংবাদ সম্মেলনে জানালেন, চূড়ান্ত পর্ব পর্যন্ত টিকে যাওয়া স্পিনারদের মধ্যে আছে ১৮ জন লেগ স্পিনার ও ৫ জন চায়নাম্যান বোলার।

বিসিবির সহযেগিতায় ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির উদ্যোগে গত ফেব্রুয়ারিতে শুরু হয় এই স্পিন হান্ট।

জেলা ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতায় ৬৪ জেলায় অনুষ্ঠিত হয় আয়োজনের প্রথম পর্ব। সেখান থেকে বাছাই করা হয় ১ হাজার স্পিনার। যার মধ্যে ৯২৮ জন ছেলে, মেয়ে ৭২ জন। পরে বিভাগীয় পর্যায়ে করা হয় দ্বিতীয় পর্ব। সেটি উতরানো ৬০ জনই আছেন চূড়ান্ত পর্বে।

SCROLL FOR NEXT