ক্রিকেট

শ্রীলঙ্কাকে পাঁচশর নিচে আটকে খুশি হাথুরুসিংহে

Byক্রীড়া প্রতিবেদক

পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৩টি টেস্ট খেলেছেন তাসকিন আহমেদ। দুটি মুস্তাফিজুর রহমান। শুভাশীষ রায় চৌধুরী মোটে একটি।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩২১ রান করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন এক পর্যায়ে ৯৬ রানে শেষ ৬ উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ৪৯৪ রানে। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা হাথুরুসিংহে জানান, সুযোগ কাজে লাগাতে পারলে আরও কম রানে বেধে ফেলা যেত স্বাগতিকদের।

“আমি ‘নো’ বল নিয়ে হতাশ। …তবে টস হেরে ফিল্ডিং করার পর সমতল ব্যাটিং উইকেটে প্রতিপক্ষকে পাচশ’ রানের নিচে থামানো বেশ ভালো প্রচেষ্টা। ওই উইকেটগুলো নিতে পারলে এটা আরও ভিন্ন রকম হতে পারতো।”

গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বুধবারের খেলা শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৩৩ রান। হাথুরুসিংহে মনে করেন, এই দিনটি সমানই কেটেছে দুই দলের।

“টেস্টে এখনও লম্বা সময় বাকি। কোনো কিছু অনুমান করার সময় এখনও আসেনি। আমরা ১৩৩ রান করেছি, এখনও ৩৬০ রানে পিছিয়ে আছি। এখনও উইকেট ভালো। আমার মনে হয়, এই টেস্টে এখনও অনেক কিছু ঘটতে বাকি।”

SCROLL FOR NEXT