ক্রিকেট

শাহরিয়ারের ডাবল সেঞ্চুরির পর সাদমানের লড়াই

Byক্রীড়া প্রতিবেদক

বিসিএলের শেষ রাউন্ডের তৃতীয় দিনে বিকেএসপিতে ৮ উইকেটে ৭৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। বাংলাদেশে এটি প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।

১৭০ রান নিয়ে দিন শুরু করে শাহরিয়ার অপরাজিত থাকেন ২০৭ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।

মধ্যাঞ্চল দিন শেষ করেছে প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৮৪ রান নিয়ে।

সাদমান ইসলাম ও রনি তালুকদার উদ্বোধনী জুটিতে মধ্যাঞ্চলকে এনে দেন ৫০ রান। দ্বিতীয় উইকেটে দুই তরুণ সাদমান ও সাইফের জুটি ৭৪ রানের।

৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করা সাইফকে ফেরান রাজ্জাক। অভিজ্ঞ মার্শাল আইয়ুব ফিরে যান ৩৭ রানে। তবে এক প্রান্তে লড়াই চালিয়ে গেছেন সাদমান।

দিন শেষে বাঁহাতি ওপেনার অপরাজিত আছেন ২১২ বলে ৬৩ রান করে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১৯৯.২ ওভারে ৭৪৯/৮ (ইনিংস ঘোষণা) (আগের দিন ৭০১/৮) (শাহরিয়ার ২০৭*, নাজমুল ৩৬*; শরীফ ১/৫৩, আবু হায়দার ০/১০৪, শুভাগত ৩/২০২, মোশাররফ ১/১৬৩, তাইবুর ০/১১৩, তানবির ২/৬৫, সাইফ ০/৭, মার্শাল ১/১১, নুরুল ০/৭, রনি ০/৬, সাদমান ০/৮)।

মধ্যাঞ্চল: ৭২ ওভারে ১৮৪/৩ (সাদমান ৬৩*, রনি ২৬, সাইফ ৫০, মার্শাল ৩৭, শুভাগত ১*; জিয়াউর ০/১২, আল আমিন ১/২৪, রাজ্জাক ২/৮৫, নাহিদুল ০/১৮, নাজমুল অপু ০/৩৯, আল আমিন ০/২)।

বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট সর্বোচ্চ রান:

রান

দল

প্রতিপক্ষ

ভেন্যু

মৌসুম

৭৫৬/৫ (ডি.)

ঢাকা

রাজশাহী

বিকেএসপি

২০১৩-১৪

৭৪৯/৮ (ডি.)

দক্ষিণাঞ্চল

মধ্যাঞ্চল

বিকেএসপি

২০১৬-১৭

৭১২/৬ (ডি.)

বরিশাল

সিলেট

ফতুল্লা

২০১৩-১৪

৬৭৫/৯ (ডি.)

রাজশাহী

চট্টগ্রাম

বিকেএসপি

২০১৩-১৪

৬৬৮

বরিশাল

রংপুর

বিকেএসপি

২০১৪-১৫

বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান:

রান

দল

প্রতিপক্ষ

ভেন্যু

মৌসুম

৭৫৬/৫ (ডি.)

ঢাকা

রাজশাহী

বিকেএসপি

২০১৩-১৪

৭৪৯/৮ (ডি.)

দক্ষিণাঞ্চল

মধ্যাঞ্চল

বিকেএসপি

২০১৬-১৭

৭৩০/৬ (ডি.)

শ্রীলঙ্কা

বাংলাদেশ

মিরপুর

২০১৩-১৪

৭১২/৬ (ডি.)

বরিশাল

সিলেট

ফতুল্লা

২০১৩-১৪

৬৭৬/৯ (ডি.)

দক্ষিণ আফ্রিকা ‘এ’

বাংলাদেশ ‘এ’

মিরপুর

২০১০

SCROLL FOR NEXT