ক্রিকেট

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের চূড়ায় ওয়ার্নার

Byস্পোর্টস ডেস্ক

২০১৬ সালের শুরু থেকে ২৮ ম্যাচে নয়টি শতক আর চারটি অর্ধশতক ৬৫ গড়ে ১ হাজার ৭৫৫ রান করেন ওয়ার্নার। এই সময়ে তার স্ট্রাইক রেট ১০৬.৯৪।  

পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেডে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ১২৮ বলে খেলেন ক্যারিয়ার সেরা ১৭৯ রানের চমৎকার ইনিংস। এরপর উঠে এলেন ক্যারিয়ার সেরা অবস্থানে।

৮৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ার্নার পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৮৬১) ও ভারতের বিরাট কোহলিকে (৮৫২)।

অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শতকের কৃতিত্ব দেখানো বাবর আজম প্রথমবারের মতো এসেছেন সেরা দশে। ৭৩৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ১০ নম্বরে।

পাকিস্তান সিরিজে দারুণ বোলিং করে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে চার নম্বর থেকে দুই নম্বরে উঠে এসেছেন পেসার মিচেল স্টার্ক (৭১৩)। তার চেয়ে খুব একটা এগিয়ে নেই শীর্ষে থাকা ট্রেন্ট বোল্ট (৭১৮)। পাঁচ ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার আরেক পেসার জশ হেইজেলউড ।

ছয় নম্বরে নেমে গেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান।

SCROLL FOR NEXT