ক্রিকেট

বাংলাদেশ দলে লেগ স্পিনার ফাহিমা

Byক্রীড়া প্রতিবেদক

৪-১ ব্যবধানে হারা সিরিজে খেলা হয়নি ২৪ বছর বয়সী ফাহিমার। বাঁহাতি স্পিনার নাহিদার ব্যর্থতায় ১৪ সদস্যের দলে এসেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের তিনটিতে বল করে মাত্র দুই উইকেট পান নাহিদা।

দুই ম্যাচের একটিতে ১৫, অন্যটিতে শূন্য রান করা শারমিন অনেক দিন ধরেই রানে নেই। ২০১৪ সালের পর দেশের হয়ে খেলার সুযোগ না পাওয়া উইকেটরক্ষক তাসনিয়া বাদ পড়েছেন কোনো ম্যাচ না খেলেই।    

দলকে যথারীতি নেতৃত্ব দেবে লেগ স্পিন অলরাউন্ডার রুমানা আহমেদ।

শ্রীলঙ্কায় মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি।

আগামী ৫ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ।

৭ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে রুমানার দল। পর দিন তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এক দিন বিরতির পর তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ১১ ফেব্রুয়ারি খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আগামী ২৬ জুন থেকে ২৩ জুলাই ইংল্যান্ডে হবে চূড়ান্ত পর্ব। ১০ দলের বাছাই পর্বের সেরা চার দল খেলবে সেই প্রতিযোগিতায়।

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল: রুমানা আহমেদ (অধিনায়ক), ফারজানা হক, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম, জাহানারা আলম, খাদিজা তুল কুবরা, লতা মণ্ডল, নিগার সুলতানা (উইকেটরক্ষক), পান্না ঘোষ, রিতু মণি, সালমা খাতুন, শারমিন সুলতানা, শারমিন আক্তার, সুরাইয়া আজমিন।

SCROLL FOR NEXT