ক্রিকেট

তামিমদের ইতিবাচক ব্যাটিংয়ে ‘ব্যাকফুটে’ নিউ জিল্যান্ড

Byক্রীড়া প্রতিবেদক

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৪ রান। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা ওয়াগনার জানান, বাংলাদেশের ইতিবাচক ব্যাটিং করায় সেভাবে চেপে ধরার সুযোগ মেলেনি তাদের।   

“আমার মনে হয়, আজকের দিনটি বাংলাদেশের। আজকে আমরা লম্বা সময়ের জন্য জুটি হয়ে ভালো বোলিং করতে পারিনি। আমরা কিছু ভুল করেছি তার মাশুল দিতে হয়েছে।”

শুরুতেই স্বাগতিক পেসারদের ওপর চড়াও হন তামিম ইকবাল। শেষটায় আর স্বাগিতকদের ফিরতে দেননি মুমিনুল।  

“আমার মনে হয়, তামিম খুব ভালো ব্যাটিং করেছে। ওরা নিজেদের নিবেদন দেখিয়েছে। বাজে বলগুলো কাজে লাগানোর ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছে। এটা অবশ্যই আমাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ওরা যেভাবে ব্যাট করেছে তাতে আমরা কখনও ছন্দে থিতু হতে পারিনি।”

প্রথম দিন ৪০.২ ওভারের খেলায় ২৬টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা।

SCROLL FOR NEXT