ক্রিকেট

ক্রিকেটারদের বাণিজ্যিক চুক্তির নীতিমালা করছে বিসিবি

Byক্রীড়া প্রতিবেদক

সোমবার বোর্ডের সভা শেষে এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান জানান, নীতিমালা বোর্ডের পরের সভাতেই উপস্থাপন করা হবে।

“আরও নিয়মতান্ত্রিকভাবে, আরও সুশৃঙ্খলভাবে করার জন্য আমরা একটা নীতিমালা তৈরি করবো।”

লিগের খেলা পরিচালনার জন্য দুটি মাঠের উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

“আমাদের লিগের খেলার জন্য জায়গার খুব অভাব হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠ, বিটিসিএলের মহাখালীর মাঠকে আমরা লিগের খেলা চালানোর জন্য উন্নয়ন করবো।”

বাংলাদেশ হকি ফেডারেশনকে সহায়তার জন্য ১ কোটি টাকা বরাদ্দ রেখেছে বিসিবি। বাংলাদেশ সুইমিং ফেডারেশনকেও সহায়তা করবে তারা।

আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের সভায়।

গত ২২ জুন শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বকেয়া টাকা এখনও পাননি ভিক্টোরিয়ার ক্রিকেটাররা। নাজমুল হাসান জানান, ক্রিকেটারদের টাকা বোর্ড পরিশোধ করবে। একই সঙ্গে আইনী পরামর্শ নিয়ে ক্লাবের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা ঠিক করবেন তারা।

বিসিবি সভাপতি জানান, ২০১৮ সাল থেকে তিন বছরের জন্য বিপিএলের মিডিয়া স্বত্ব পেয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম।

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম।

SCROLL FOR NEXT