ক্রিকেট

আড়াইশ রান তাড়া সম্ভব: ওকস

Byক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ড যে প্রথম ইনিংসে ২৪ রানের লিড পেল, তাতে বড় ভূমিকা ওকসের। নবম উইকেটে আদিল রশিদের সঙ্গে তার ৯৯ রানের জুটি দলকে এনে দিয়েছে লিড।

দিনশেষে ওকস জানালেন, ওই লিডই বড় ভূমিকা রাখতে পারে ম্যাচে।

“আমার মতে ম্যাচ এখনও দারুণভাবে সমতায়। আমাদের লিড পাওয়াটাই হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। পেছনে পড়ার শঙ্কা থেকে আমার আর রশিদের জুটিতে ওদের রান পেরিয়ে যাওয়া শেষ পর্যন্ত হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আমরা সন্তুষ্ট।”

“আজকে আরও দুটি উইকেট তুলে নিতে পারলে ভালো হতো, কিংবা কিছু রান কম দিলে। তবে যা হয়েছে তাতেও চলবে। শেষ বলের উইকেট কালকে আমাদের আত্মবিশ্বাস জোগাবে।”

এই উইকেটে চতুর্থ উইকেটে আড়াইশ রান তাড়াও হয়ে উঠতে পারে ভীষণ দুরূহ। তবে ওকসের বিশ্বাস, পারবে ইংল্যান্ড।

“আমার ভাবতে ভালো লাগবে যে আমরা আড়াইশ তাড়া করতে পারব। প্রথম ইনিংসে ২৪০ ছাড়িয়েছি আমরা। গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জুটি গড়া। টপ ও মিডল অর্ডারে জুটি গড়ে তুলতে পারলে আমরা বাংলাদেশের বোলারদের চাপে ফেলতে পারব। আমার মতে, আড়াইশ রান তাড়া সম্ভব।”

SCROLL FOR NEXT