ক্রিকেট

প্রথম দিনটা শুধুই বাংলাদেশের হলো না

Byস্পোর্টস ডেস্ক
স্টুয়ার্ট ব্রডকে ফিরিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ইতি টেনে দেওয়া মেহেদী হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস।
স্টুয়ার্ট ব্রডকে ফিরিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ইতি টেনে দেওয়া মেহেদী হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস।
মুশফিকুর রহিম আউট হওয়ার পর নাইটওয়াচম্যান শফিউল ইসলামকে নিয়ে দিনের শেষ ১৫টি বল কোনো বিপদ ছাড়াই কাটিয়ে দেন সাকিব আল হাসান। ভালো কিছুর জন্য বাংলাদেশ দল এখন তার দিকেই তাকিয়ে আছে।
দিনের প্রথম বলেই ক্রিস ওকসকে ফিরিয়ে বাংলাদেশ দলে হাসি ফোটান তাইজুল ইসলাম। পরে আরও একটি উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।  
অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া মেহেদী হাসান মিরাজকে সতীর্থদের অভিনন্দন।
প্রথম দিনেই পেয়েছেন ৫ উইকেট, দ্বিতীয় দিনে আরও একটি। অভিষেক টেস্টেই বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের অলরাউন্ডর মেহেদী হাসান মিরাজ।
রানের জন্য ছুটছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। দ্রুত ২ উইকেট হারানোর পর ৯০ রানের জুটি গড়েন বাংলাদেশের এই দুই ব্যাটসম্যান।
আদিল রশিদের বলে জো রুটের কাছে ক্যাচ দিয়ে ফেরা মাহমুদউল্লাহর ৩৮ রানের ইনিংসটি নিখুঁতই ছিল।
বাংলাদেশের ব্যাটিংয়ের সময় গ্যালারিতে কয়েকজন ক্ষুদে দর্শক।
অর্ধশতক করার পর দর্শক অভিনন্দনের জবাব দিচ্ছেন তামিম ইকবাল।
১৭৯ বলে ৭৮ রান করার পথে দারুণ কিছু শট খেলেন তামিম ইকবাল।
মাহমুদউল্লাহকে ফেরানো আদিল রশিদকে নিয়ে ইংল্যান্ডের খেলোয়াড়দের উচ্ছ্বাস।
৪৮ রান করার পথে দারুণ কিছু শট খেলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
রানের জন্য ছুটছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়েন তারা দুজন।
১৭৯ বলে ৭৮ রানের ইনিংস খেলে আউট হয়ে ফিরছেন তামিম ইকবাল।
রানের জন্য ছুটছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
মুশফিকুর রহিমের রিভার্স সুইপ। ৪৮ রান করার পথে দারুণ কিছু শট খেলেন বাংলাদেশের অধিনায়ক।
৬০ বলে ৩১ রান নিয়ে উইকেটে আছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য তার দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ দল।
৬০ বলে অপরাজিত ৩১ রান করার পথে দারুণ কিছু শট খেলেন সাকিব আল হাসান।
শেষ পর্যন্ত দিনটি শুধুই বাংলাদেশের হলো না। দিনের খেলা শেষ হতে ১৫ বল বাকি থাকতে আউট হয়ে গেলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
আরও একটি বল ঠেকিয়ে দিলেন শফিউল ইসলাম। দিনের খেলা শেষ হতে ১৫ বল বাকি থাকতে মুশফিকুর রহিম আউট হওয়ার পর আর কোনো বিপদ ঘটতে দেননি নাইটওয়াচম্যান হিসেবে নামা বাংলাদেশের এই বোলার।
SCROLL FOR NEXT