ক্রিকেট

অধিনায়কের ‘ট্রাম্প কার্ড’ সাকিব

Byক্রীড়া প্রতিবেদক

সাকিবের ওই ওভারটির আগে ম্যাচের সমীকরণ পুরোপুরি হেলে ছিল আফগানিস্তানের দিকে। ২৪ বলে তখন প্রয়োজন মাত্র ২৮ রান, হাতে ৫ উইকেট। মোহাম্মদ নবি ও আসগার স্তানিকজাইয়ের মতো প্রতিষ্ঠিত দুজন ব্যাটসম্যান উইকেটে। তার পরও দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিংয়ে সাকিব ওভারে দেন মাত্র ১ রান!

ওভারপ্রতি ৭ রানের সমীকরণ মুহূর্তেই হয়ে যায় ওভারপ্রতি ৯ রান। শেষ ৩ ওভারে দারুণ বোলিংয়ে তাসকিন আহমেদ ও রুবেল হোসেন বাংলাদেশকে এনে দেন ৭ রানের জয়।

তাসকিন-রুবেলের প্রশংসা ঝরেছে মাশরাফির কণ্ঠে। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অধিনায়ক বললেন, ম্যাচের পেন্ডুলাম অনেকটাই বাংলাদেশের দিকে ঘুরিয়ে দিয়েছে সাকিবের সেই ওভারটিই।

“শেষের কথা ভেবেই সাকিবের একটি ওভার রেখে দিয়েছিলাম। সাকিবই তো আমার ট্রাম্প কার্ড। ভেবেছিলাম ওভারে ৩-৪ রান দিলেও দারুণ হয়। সাকিব দিল মাত্র ১ রান, ম্যাচের পরিস্থিতি বিবেচনায় অসাধারণ বললেও কম হয়। ওই শেষ পর্যন্ত ওভারটিই আমার আমাদের জয়ের ভিত গড়ে দিয়েছে।”

SCROLL FOR NEXT