ক্রিকেট

নতুন বোলিং অ্যাকশন নিয়ে আশাবাদী সানি

Byক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার ব্রিজবেনে একই দিনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন আরাফাত ও তাসকিন আহমেদ। ৫ সেপ্টেম্বর রাতে রওনা দেবেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সময় একই দিনে নিষিদ্ধ হওয়া দুই বোলার।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আরাফাত নিজের নতুন বোলিং অ্যাকশন সম্পর্কে জানান।

“আমার যে সমস্যা ছিল তা নিয়ে কাজ করছি। সমস্যা ছিল আমার পায়ের ল্যান্ডিং নিয়ে। ডান পায়ের ল্যান্ডিংটা সোজা হত এখন সমান্তরাল করছি। এটা যদি ঠিকমত করতে পারি, তাহলে আমার বোলিং অ্যাকশন ঠিক হয়ে যাবে।”

“আমি পুরোপুরি আমার বোলিংয়ে মনোযোগ দিচ্ছি। সমস্যা উতরাতে কি করতে হবে সেটাতে মনোযোগ দিচ্ছি। অনুশীলন করছি, ড্রিল করছি।”

বোলিং অ্যাকশন সংশোধন করে অনেক বোলারই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। সেখান থেকেই ফেরার আত্মবিশ্বাস পাচ্ছেন আরাফাত।

“আমি বেশ আত্মবিশ্বাসী। আমি তো এখানে একা না, এর আগেও অনেক বোলার এর মুখোমুখি হয়েছে। আশা করি, তাদের মতো আমিও খুব দৃঢ়ভাবে ফিরব।”

“আমার বোলিং অ্যাকশন এখন আগের চেয়ে অনেক ভালো হয়েছে। স্কিল অনুশীলনে কোচও দেখে তাই বলেছেন। এত দিন একটা অ্যাকশনে বোলিং করছি তাই একটু তো ঘাটতি থাকবেই। নিয়মিত করলে নতুনটাতেও একই রকম সাফল্য পাব বলে আশা করছি।”

SCROLL FOR NEXT