ক্রিকেট

সুইং বোলিং সামলাতে সৌম্যর মানসিক প্রস্তুতি

Byক্রীড়া প্রতিবেদক

প্রতিপক্ষের আগুনে গোলা সামলানোর শুরুটা হবে তামিম ইকবাল-সৌম্যকে দিয়ে। সুইং বোলিংয়ের বিপক্ষে অসাধারণ কিছু ইনিংস আছে দেশসেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিমের। তার দেখানো পথ ধরেই হাঁটতে চান তরুণ সতীর্থ সৌম্য। আপাতত সুইং সামলানোর কৌশল শেখাই তার কাছে অগ্রাধিকার পাচ্ছে।

বাংলাদেশের উইকেটেও সুইং বোলিংয়ে ব্যাটসম্যানদের সামর্থ্যের পরীক্ষা নিতে পারেন অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা। নিউ জিল্যান্ডের উইকেট তো সুইং বোলিংয়ের জন্য আদর্শ।

নিজেদের পরের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে খেলার কথা রয়েছে বাংলাদেশের। আগামী ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে যাবে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেন সৌম্য। এরপর স্বরূপে ফিরতে পারেননি নিজের প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও। বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান মনে করেন, পরের সিরিজগুলোয় সাফল্য পেতে সঠিক কৌশলের সঙ্গে মানসিক প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ।

“বোলাররা তো অবশ্যই সুযোগ নেবে। ব্যাটসম্যানদেরও সুইং দেখে বুঝেশুনে খেলতে হবে। বোলিং মেশিনে সুইং বাড়িয়ে নিয়ে খেলার সুযোগ রয়েছে আমাদের। তবে আমার মনে হয়, সুইং বোলিং খেলতে মানসিক প্রস্তুতিটা বেশি জরুরি।"

আগামী বছর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় খেলা রয়েছে বাংলাদেশের। পেস সহায়ক উইকেটে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন সৌম্য।

“ওখানে তো সব বাউন্সি উইকেট পাব। ওদের ওখানে সুইং অনেক বেশি হবে। সেভাবে চিন্তা করেই প্রস্তুত হতে হবে। আমার মনে হয়, সুইং বল নিয়ে অনুশীলন করে গেলে আমরা ভালো করতে পারব।"

SCROLL FOR NEXT