ক্রিকেট

ভারত-পাকিস্তান সিরিজ বন্ধ থাকা উচিত!

Byস্পোর্টস ডেস্ক

এ বছর ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির সিরিজ আয়োজনের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা চলছে।
 
কিন্তু দুই দেশের সীমান্তের উত্তেজনার প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব বলেন, “সবাই জানে খেলাধূলা থেকে রাজনীতি দূরে রাখা উচিত। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে সীমান্তের পরিস্থিতি শান্ত নয় এবং এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে খেলা ঠিক নয়।”
 
শোয়েব মনে করেন, সীমান্তের পরিস্থিতি ঠাণ্ডা করতে দুই পক্ষের উচ্চ পর্যায় যখন আলোচনা করতে প্রস্তুত হবে, তখনই সম্পর্কের সেতুবন্ধনে ক্রিকেট দারুণ উপায় হবে।
  
২০০৭/০৮ মৌসুমে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল ভারত-পাকিস্তান। এই দুই চির প্রতিদ্বন্দ্বী শেষ ওয়ানডে সিরিজ খেলে ২০১২/১৩ মৌসুমে।

SCROLL FOR NEXT