টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

শিরোপা জিততে আত্মবিশ্বাসী দ.আফ্রিকা অধিনায়ক

Byস্পোর্টস ডেস্ক

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বৈশ্বিক এই টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য ২০০৯ ও ২০১৪ আসরের সেমি-ফাইনালে ওঠা। এবার নতুন উচ্চতা ছোঁয়ার স্বপ্ন বাভুমার চোখে।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার দক্ষিণ আফ্রিকার। রিস্ট স্পিনার তাবরাইজ শামসির চেয়ে চলতি বছর এই সংস্করণে বেশি উইকেট নিতে পারেননি কেউ। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে তাদের প্রতিনিধি কিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

দারুণ সব ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি গত তিনটি সিরিজের দুটিতে জেতে দাপটের সঙ্গে। আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের করে হোয়াটওয়াশ। এর আগে ক্যারিবিয়ানে ৫ ম্যাচের সিরিজ জিতেছিল ৩-২ ব্যবধানে।

সঠিক সময়ে ছন্দ খুঁজে পাওয়ায় দলের ওপর দারুণ আস্থা বাভুমার। বিশ্বকাপ শুরুর আগে অধিনায়কদের মিডিয়া সেশনে তিনি নিজেদের সম্ভাবনার কথা বললেন।

“আমরা অনেক ক্রিকেট খেলেছি, ইতিবাচক কিছু ফলাফলও পেয়েছি। যেটা দল হিসেবে আমাদের আত্মবিশ্বাসের জন্য ভালো হয়েছে, বিশেষ করে তরুণ ও মোটামুটি অনভিজ্ঞ একটি দলের জন্য।”

“ছেলেরা একে অপরের সঙ্গে খেলার, একে অপরকে জানার সুযোগ পেয়েছে, যেটা ছিল দারুণ। আমি মনে করি, এই সমস্ত জ্ঞান এবং শিক্ষা আমরা সামনে বয়ে নিব এবং ভালো কাজে লাগাব।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে দক্ষিণ আফ্রিকা রাখেনি ফাফ দু প্লেসিকে। অনেকটা সময় জুড়ে আলোচনা হলেও অবসর ভেঙে ফেরেননি বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তাই দলটিকে শক্তির বিচারে অনেকেই পিছিয়ে রাখছেন।

বাভুমা অবশ্য আমলে নিচ্ছেন না এইসব। বললেন, দল হিসেবে খেলে ভালো করতে মুখিয়ে আছেন তারা।

“বড় নাম না থাকায় বাইরের মানুষের কাছে আমাদের দল নিয়ে সম্ভবত তেমন কোনো প্রত্যাশা নেই। তবে দল হিসেবে আমাদের একটা প্রত্যাশা রয়েছে।”

“আমরা এখানে অবশ্যই (দলের) সংখ্যা বাড়াতে বা এমন কিছুর জন্য আসিনি। আমরা মিলিতভাবে আমাদের কাজ করেছি, এটাই আমাদের জন্য বড় বিষয়।”

আগামী ২৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া দক্ষিণ আফ্রিকা।

SCROLL FOR NEXT