)
ক্যাম্পাস

ইউল্যাবে মোবাইল চলচ্চিত্র উৎসবের টিকেট রেজিস্ট্রেশন শুরু

Byনিজস্ব প্রতিবেদক

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাসে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব ডিআইএমএফএফ-২০২৩ এর নবম আসর শুরু ৪ ফেব্রুয়ারি। উৎসব সামনে রেখে ২০ জানুয়ারি শুরু হয়েছে টিকেট রেজিস্ট্রেশন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউল্যাব জানিয়েছে, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি দুই দিনের এই আয়োজনে বিভিন্ন দেশের নির্মাতাদের মুঠোফোনে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত প্রথম দিনের দ্বিতীয় অংশে হবে মাস্টারক্লাস, যা পরিচালনা করবেন নির্মাতা মেহজাবিন রেজা চৌধুরী। দ্বিতীয় দিনের আয়োজন স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারে।

উৎসবে আসন নিশ্চিত করতে ইউল্যাব স্থায়ী ক্যাম্পাসের বুথ থেকে বা অনলাইনে https://filmfreeway.com ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে ।

২০১৫ সালে ‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ’ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করার জন্যই এই আয়োজন করা হয়ে থাকে।

SCROLL FOR NEXT