ক্যাম্পাস

মাদ্রাসায়ও সেরা ডেমরা  

Byনিজস্ব প্রতিবেদক

শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ১০ বোর্ডের ফল একযোগে প্রকাশ হয়েছে।

নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে।

মাদ্রাসা বোর্ডে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঝালকাঠি সদরের এন এস কামিল মাদ্রাসা। এই মাদ্রাসার প্রাপ্ত পয়েন্ট ৮৯ দশমিক ৭৮।

তৃতীয় স্থানে রয়েছে যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, প্রতিষ্ঠানটি পেয়েছে ৮৭ দশমিক ৭১ পয়েন্ট। 

এছাড়াও ৮৫ দশমিক ৪৯ পয়েন্ট পেয়ে চুতর্থ অবস্থানে রয়েছে নরসিন্দি সদরের জামেয়া- ই- কাশেমিয়া কামিল মাদ্রাসা, ৮৪ দশমিক ৩০ পয়েন্ট পেয়ে পঞ্চম অবস্থানে রংপুর সদরের ধাপ সাতগারা বাইতুল মুকাররাম কামিল মাদ্রাসা।  

৮০ দশমিক ৭৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে নরসিন্দির জামেয়া কাশেমীয়া কামিল মাদ্রাসার মহিলা শাখা, ৭৯ দশমিক ৮২ পয়েন্ট পেয়ে সপ্তম রাজশাহীর আল আরকাজুল ইসলামী আস সালাফী দাখিল মাদ্রাসা, ৭৯ দশমিক ৪৬ পয়েন্ট পেয়ে অষ্টম গাজীপুরের টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা।

এছাড়া ৭৮ দশমিক ৭৬ পয়েন্ট পেয়ে নবম ডেমরার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মহিলা শাখা এবং ৭৭ দশমিক ১৩ পয়েন্ট পেয়ে দশম অবস্থানে রয়েছে উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা।

এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ২০। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৩৩৮ জন।

গত বছর এ হার ছিলো ৮৯ দশমিক ২৫ শতাংশ।

SCROLL FOR NEXT