ক্যাম্পাস

ইউজিসিতে নতুন দুই সদস্য

Byনিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দিল আফরোজা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ইউসুফ আলী মোল্লাকে কমিশনের সদস্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর তাদের এই পদে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক মো. মুহিবুর রহমান গত বছরের ২ অক্টোবর এবং অপর সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলীর চাকরির মেয়াদ গত ৭ ডিসেম্বর শেষ হয়েছে।

এরপর থেকে কমিশনের পূর্ণকালীন সদস্যের পদ দুটি শূন্য ছিল। ইউজিসির পূর্ণকালীন সদস্যের পদটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদমর্যাদার।

নিয়োগপ্রাপ্ত দুই অধ্যাপকই বৃহস্পতিবার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন বলে ইউজিসি কর্মকর্তরা জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া অধ্যাপক ইউসুফ আলী অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন।

তিনি ১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়ে ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে অধ্যাপক পদে নিয়োগ পান।

অন্যদিকে অধ্যাপক দিল আফরোজা বাংলাদেশের পরিবেশ দূষণ শীর্ষক বিশ্ব ব্যাংক প্রকল্পের টিম লিডারের দায়িত্ব পালন করছেন।

SCROLL FOR NEXT