ক্যাম্পাস

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না জগন্নাথেও

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে এব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।

ফলে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ভর্তিচ্ছুরা কেবল একবারই ভর্তিযুদ্ধে অংশ নেয়ার সুযোগ পাবেন।

এর আগে মঙ্গলবার ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জবি উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুইবার পরীক্ষার সুযোগ থাকলে যারা দ্বিতীয়বার পরীক্ষা দেয় তারা প্রস্তুতির জন্য এক বছর সময় বেশি পায়। আর প্রথমবার যারা পরীক্ষা দেয় তারা পায় তিনমাস।

"এছাড়া ভালো বিষয় না পেয়ে অনেকে দ্বিতীয়বার চেষ্টা করে। ফলে অধিকাংশ বিভাগে আসন খালি থেকে যায়। তাই ভর্তি প্রস্তুতির বৈষম্য ও আসন খালি থাকার সমস্যা এড়াতে ভর্তিচ্ছুদের একবারই পরীক্ষার সুযোগ দেওয়া হবে।"

চলতি বছরের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এ নীতি চূড়ান্তভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মীজানুর রহমান।

SCROLL FOR NEXT